পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাল বিতরণ

মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গরিব, অসহায় ও দু:স্থ ৯৪৬ পরিবারের মাঝে ১০ কেজি করে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ জুন) সকালে ভজনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান এই চাল বিতরণের উদ্বোধন করেন।

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মসলিম উদ্দিন, ইউপি সচিব আশুতোষ সরকার, ট্যাগ অফিসার পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহায়ক সুমন্ত চন্দ্র রায়, ইউপি সদস্য তবিবর রহমান, ইউপি সদস্য শামসুল হক, ইউপি সদস্য মোকবুল হোসেন, ইউপি সদস্য রিয়াজ উর রহমান, ইউপি সদস্য কাজিম উদ্দিন, ইউপি সদস্য ইউসুফ আলী সহ এমপি প্রতিনিধি আফসার আলী উপস্থিত ছিলেন।

জানা যায়, দেশব্যাপী ২০২৩-২০২৪ অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০কেজি হারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণের ন্যায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে এই চাল বিতরণ করা হয়েছে।

মুুহম্মদ তরিকুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *