সুন্দরগঞ্জে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধনে এমপি নাহিদ নিগার

মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

উত্তরের জেলা লালমনিরহাট হতে রাজধানী ঢাকা পর্যন্ত চালু হওয়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও গণ অবস্থান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে স্থানীয় এলাকাবাসীর ব‍্যানারে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে কর্মসূচিকে সমর্থন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজনু হিরো, বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, ইউপি সদস্য রানু মিয়া, মোহনা পাঠাগারের সভাপতি রাশেদুজ্জামান রাসেল প্রমূখ।

মানববন্ধনে বক্তাগণ শীঘ্রই জনবহুল বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দাবি জানান। পাশাপাশি ট্রেনটির যাত্রা বিরতি না দেয়া না হলে বৃহত্তর আন্দোলন ও গণজমায়েতের ঘোষণা দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *