সুজানগর পৌরসভার ৪৬২১ জন দরিদ্র ব্যক্তি পেল ভিজিএফের চাল

এম এ আলিম রিপন ঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পাবনার সুজানগর পৌরসভার অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়,দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য(চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে পৌর কাউন্সিলর পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর হাসান উদ্দিন, স্যানিটারি ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী জানান, এবারে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর পৌরসভার ৪৬২১ জন অসহায়,দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে এ চাল বিতরণ করা হয়।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *