তারাকান্দায় ২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দায় ২০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তারাকান্দা থানার পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মনির হোসেন (৩৬),সে উপজেলার বালিখা ইউনিয়নের শিকারপুর এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার পুত্র।

বুধবার ১২জুন মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়- মনির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জড়িত,সে ইয়াবাসহ অন্যান্য মাদক ক্রয় করে তারাকান্দাসহ বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই শামিম, এএসআই সুজন, এএসআই আরমানসহ সংঙ্গীয় সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকো ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। পরে তাকে আটক করে ইয়াবাসহ থানায় নিয়ে আসা হয়।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ তারাকান্দা থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *