December 21, 2024, 11:37 am
সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলার কৃষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে ঐতিহ্যবাহী গাজনার বিলের কচুরিপানা অপসারণ কর্মসূচি শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের দুলাই ইউনিয়নের কাটাজলা থেকে মঙ্গলবার সকালে কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুল, বাংলাদেশ আওয়ামীলীগ দুলাই ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা, বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ মিলনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান বলেন, কচুরিপানা ঢাকা পড়ায় দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্থ হয়ে আসছিলেন গাজনার বিলে চাষাবাদকারী কৃষকেরা। কচুরিপানা অপসারণের এ কার্যক্রম শুরু করায় কৃষকেরা অনেক উপকৃত হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, প্রতিবছর ঐতিহ্যবাহী গাজনার বিলের প্রায় ১০ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়ে থাকে। কচুরিপানার কারণে ব্যাহত হচ্ছিল চাষাবাদ। কচুরিপানা অপসারণের মাধ্যমে এখন থেকে কৃষকেরা সঠিক সময়ে ও অল্প খরচে পেঁয়াজসহ অন্যান্য ফসল উৎপাদন করে ঘরে তুলতে পারবে বলে আশা করছি। সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব জানান, নির্বাচনের পূর্বে গাজনার বিলপাড়ের কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি নির্বাচনে জয়লাভ করলে প্রথম কাজ হবে বিল থেকে কচুরিপানা অপসারণ করে চাষাবাদের উপযোগী করা। নির্বাচনী সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং কৃষকদের কল্যাণে কচুরিপানা অপসারণের এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।