December 26, 2024, 9:51 am
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জনাব মোঃ রওশন ইয়াজদানী অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা, জয়পুরহাটের দিক নিদের্শনায় ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ০৮ সেপ্টেম্বর, ২০২২,তারিখ ১১.৫০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন পৌরসভার অন্তর্গত রামপুরা চৌধুরীপাড়া মসজিদের পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ কাজল মিয়া(২১), পিতা-মোঃ আঃ সামাদ ,স্থায়ী: গ্রাম- রামপুরা (চৌধুরীপাড়া) , থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাটকে সর্ব মোট ০৮ (আট) পিচ কাটা নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওজন .৮০ গ্রাম, মূল্য অনুমান ১৬০০/- (এক হাজার ছয়শত) টাকাসহ গ্রেফতার করেন। আসামীকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ্দ করা হয়।