উপজেলা পরিষদ নির্বাচন গৌরনদীতে মনির হোসেন কাপ পিরিচ’ ও আগৈলঝারায় যতিন্দ্রনাথ দোয়াত- কলম

কে এম সোহেব জুয়েল ঃ প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকের মনির হোসেন মিয়া ৩ হাজার ৫১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ৪০ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও পৌর আ’লীগের সভাপতি মো. মনির হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহামন ৩৬ হাজার ৯২৪ ভোট পেয়েছেন। টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী ৪৮ হাাজর ৪০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী জামাল গোমস্তা ২৮ হাাজর ৩১৪ ভোট পেয়েছেন। হাঁস প্রতীকের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সাহিদা আক্তার ৩০ হাজার ৬১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী শিপ্রা রানী বিশ্বাস ২৩ হাাজর ৭৮৭ ভোট পেয়েছেন। অপদিকে একই দিনে পাশ্ববর্তী আগৈলঝারা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার প্রতীক মোঃ রইচ সেরনিয়াবা ভোট পেয়েছেন ২৫ হাজার ৮ শত ৬৯ তার প্রতিদ্বন্ধী প্রাথী জতীন্দ্রনাথ মিস্ত্রি ২৬ হাজার ৭ শত ৫৮ ভোট পেয় দোয়াত কলম মার্কা বেসরকারি ভাবে বিজয় হয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *