May 9, 2025, 5:47 pm
হবিগঞ্জ প্রতিনিধি।।
শোগ্লান স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক, ভূমিসেবা সাপ্তাহ ২০২৪ইং উদযাপন উপলক্ষে ৮-১৪ জুন হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১০ জুন ( সোমবার) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা, সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল, উপস্থাপনায় হবিগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, এছাড়া ও উপস্থিত ছিলেন, রেভিনিউ ডেপুটি কালেক্টর নিবিড় রঞ্জন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম চুনারুঘাট, মোঃ সাইফুল ইসলাম বানিয়াচং, মোঃ নাহিদ ভূইয়া শায়েস্তাগঞ্জ। জেলা ও উপজেলা রাজস্ব – প্রশাসনের কর্মকর্তা – কর্মচারী, সেবাগ্রহীতা-অংশীজনবৃন্দ। সেবাগ্রহীতাদের মধ্যে বক্তব্য রাখেন, অনন্ত পুর এলাকার মোঃ আব্দুল কাদির ও কোর্টষ্টেশনের রুহুল আমিন, বক্তব্যের প্রথমেই সেবাগ্রহীতা মোঃ আব্দুল কাদির তার বক্তব্যে প্রধানমন্ত্রী, ভূমিমন্ত্রী, জেলা প্রশাসকসহ ভূমি সংলিষ্ট সকলে ধন্যবাদ জানিয়ে বলেন, স্মার্ট ভূমিসেবা জনগনকে উপহার দিয়ে দেশ ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আমি একজন ভুক্তভোগী, বলছি আগের কথা, আমার একই এলাকার প্রতিপক্ষ তাদের রয়েছে প্রভাব ও শক্তি, সেই লোক দলিল ১৯৮২ ইং সালে। দেখা যায় ১৯৮১ ইং সালেই ৯২৬/৮১ ইং একটি নামজারী করে, এসিল্যান্ড অফিসে বলিয়মে সংযুক্ত রেখেছে। দলিল করার এক বছর পূর্বে নামজারী হয় কি ভাবে। যা আজ ভূমিসেবা গ্রহীতার ভোগান্তির কারণ। এবং এক সময় একজনের ভূমি আরেক জনের নামে নামজারী এমনকি ভূয়া মালিক সাজিয়ে দলিল করে নিয়ে যেতে পারতো, এখন আর জালিয়াতিচক্র তা পারবে না। স্মার্ট ভূমি সেবা চালু হওয়ায় জন সাধারণ সুফল পায়াচ্ছে। ভূমি অফিসে গিয়ে ভোটার আইডি কার্ড ও মোবাইল নম্বর টি দিয়ে একবার এন্ট্রি করে আসলে, যে কোন লোক স্মার্ট মোবাইল বা কম্পিউটারের দোকান থেকে সরকারি খাজনা, নামজারীসহ বিভিন্ন সেবা পায়াচ্ছে। এ সময় প্রধান অতিথি হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা বক্তব্যে উপস্থিত কর্মকর্তাবৃন্দের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত স্মার্ট ভূমিসেবা বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি করা, সরকারী উন্নয়নকর আদায়সহ বিভিন্ন বিষয়াদি উপস্থিতিদের মাঝে তুলে ধরেন। গত ৮ জুন ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ‘ এই শ্লোগান কে সামনে রেখে হবিগঞ্জের ঐতিহ্যবাহী নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে জেলা প্রশাসক ‘ভূমিসেবা সপ্তাহ- ২০২৪’ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছিল। ভুমিসেবা নিচ্ছেন জনসাধারণ।