December 22, 2024, 6:11 am
পুঠিয়া (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ: পুঠিয়ার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে পুঠিয়া সদরের মকসেদ মাকের্টের সামনে এ চুরির ঘটনাটি ঘটে। জানাগেছে, সোমাবার দুপুরের উক্ত ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান তার ব্যবহৃত লাল রংঙের হিরো ইসপ্লিলিন্ডার১০০ সিসি নং ঢাকা মেট্রোহ-৩৭৮১২২ মোটরসাইকেলটি ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে রেখে মার্কেটের দোতালায় ব্যাংকে প্রবেশ করে। সেই সুযোগে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে ব্যাংকের কাজ শেষে করে মোটরসাইকেলের মালিক মোস্তাফিজুর বাহিরে বের হয়ে মোটরসাইকেরটি দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যে সময় মোটরসাইকেলটি চুরি হয় সে সময় বিদ্যুৎ ছিলোনা। চালক চোর বিদ্যুৎ না থাকার সময় চুরি করায় সিসি ক্যামেরায় চুরি ঘটনাটি দেখা সম্ভব হয়নি। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।
মাজেদুর রহমান ( মাজদার)
পুঠিয়া, রাজশাহী।