December 30, 2024, 4:44 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ০২ জুন ) সকালে উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত বকনা বাছুর বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ওবায়দুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু, ফিরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য জেলে
সদস্যবৃন্দ।
সবশেষে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে মোট ৫০ জনকে বকনা বাছুর বিতরণ করা হয়।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।