December 22, 2024, 6:32 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ১জুন শনিবার বিকেল ৫টায় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগামী ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচনে এডঃ মোঃ মাওলাদ হোসেন সানার মোটর সাইকেল মার্কার সমর্থনে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকে নারী পুরুষের সমান জনতার ঢল। এসময় প্রার্থী এডভোকেট মাওলাদ হোসেন সানা বলেন আগামী পাঁচ বছরে আধুনিক মডেল উপজেলায় পরিণত হবে এই উপজেলা । এই উপজেলা কে মাদক ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তোলাই হবে আমার একান্ত দায়িত্ব। তিনি আরো বলেন গত ১৫ বছরে যে কাজ হয়নি আমি যদি নির্বাচিত হই তাহলে সবাই কে নিয়ে একসাথে অদৃশ্যমান কাজ করব ইনশাআল্লাহ।বিশারকান্দি ইউনিয়নের সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শান্তর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমন বি আর এর সাবেক সদস্য আলী আহমেদ কালেক্টর ,সাবেক ৩ বারের সংসদ সদস্য বরিশাল -২ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন , বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম টুকু, সহ-সভাপতি ও ইলুহার ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম মাষ্টার,সৈয়দকাঠি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু,বিশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান এডওয়ার্ড বিশ্বাস নান্নু,বিশারকান্দি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক উত্তম দাস সহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।