সকলকে নিয়ে আধুনিক স্মার্ট সুজানগর গড়তে কাজ করতে চাই-উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব

এম এ আলিম রিপনঃ উপজেলা পরিষদ নির্বাচন পর্যন্ত দুইটি পক্ষ ছিল এখন কোন পক্ষ নেই। সুজানগরের উন্নয়নকে এগিয়ে নিতে নির্বাচিত জন-প্রতিনিধি হিসেবে আমি সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই বলে জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। বৃহস্পতিবার সুজানগর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিতি সভা এবং উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য প্রদানকালে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে সুখী,সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার পূরণে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের দিক নির্দেশনায় সুজানগরের সার্বিক উন্নয়নে ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আর আমি বিশ^াস করি সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা একটি পরিবারের সদস্য হয়ে যদি একসঙ্গে কাজ করতে পারি তাহলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সুখী,সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা সেই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব ইনশআল্লাহ। এ সময় তিনি বলেন, প্রথমে একাধিকবার ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পরবর্তীতে সুজানগর পৌরসভার মেয়র এবং সর্বশেষ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করে সুজানগরবাসী যে সম্মান দিলেন। আমি সারাজীবন উপজেলাবাসীর নিকট কৃতজ্ঞ থাকব। অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও বিপদে-আপদে উপজেলাবাসীর পাশে থাকতে চাই। সেই সঙ্গে সামনে এগিয়ে যেতে সবার পরামর্শ চাই। কারণ উপজেলাবাসী আমার উপর আস্থা রেখেছেন। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিতি এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ও সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ, সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর,প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, পাবনার বিশিষ্ট কম্পিউটার ব্যবসায়ী মিলন কুমার সরকার,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,সুজানগর থানার এসআই আবুল কালামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকালে প্রথম কর্ম দিবসে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা,নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সুজানগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব। এছাড়া এদিন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই এর স ালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপে গত ৮ মে বুধবার অনুষ্ঠিত সুজানগর উপজেলা পরিষদের এ নির্বাচনে ৪৩১১ ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব মোটরসাইকেল প্রতীক নিয়ে সর্বমোট ৭২টি কেন্দ্রে সর্বমোট ভোট পান ৬২৭৫২। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জুয়েল রানা চশমা প্রতিক নিয়ে ৬৩২৮৫ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীক নিয়ে শারমিন আক্তার শিপরা ৬৪৮৭৯ ভোট পেয়ে বিজয়ী হন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *