শপথ নিলেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওহাব

এম,এ আলিম রিপন ঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত পাবনা জেলার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে নব নির্বাচিত সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা এর শপথ ব্যক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। শপথ বাক্য অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা সহ রাজশাহী বিভাগের ৮ জেলার ২৩টি উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দও শপথ গ্রহণ করেন। শপথ বাক্য অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার বক্তব্যে নির্বাচিত জন প্রতিনিধিদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি সরকারকে সহযোগিতা ও জনগণের সবসময় পাশে থাকার কথা জানান নির্বাচিত জন প্রতিনিধিদের । অনুষ্ঠানে নব নির্বাচিত সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাবসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ করায় সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সবসময় এলাকার জনগণের পাশে থেকে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ শেষে বিভাগীয় কমিশনার প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি ফয়সল মাহমুদ,আ লিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *