মোহনপুর উপজেলা নির্বাচনে দ্বিমুখী লড়াই,এগিয়ে গাবরু

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে।
রাজশাহীর (পবা-মোহনপুর) এই দুটি উপজেলা নিয়ে সংসদীয় আসন ৫৪, রাজশাহী-৩।
স্থানীয় সুত্রে জানা গেছে এই আসনের বর্তমান সাংসদ আসাদুজ্জামান আসাদ এবং সাবেক সাংসদ আয়েন উদ্দিন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনের এই দুই হেভিওয়েট নেতা তাদের পচ্ছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।
মোহনপুর উপজেলা জুড়ে সাধারণ ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী ২৯ মে উপজেলা নির্বাচনে কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান ? অনেকে বলছে,এ নির্বাচন হচ্ছে বর্তমান ও সাবেক সাংসদের অঘোষিত লড়াই।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, যেহেতু সাবেক এমপি আয়েন উদ্দিন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক, তার বাড়ি মোহনপুর উপজেলায় এবং তিনি নিজেও মাঠে নেমে এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়াসহ সমানতালে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। এছাড়াও তার সঙ্গে প্রকাশ্যে মাঠে নেমেছেন ৪ জন ইউপি চেয়ারম্যান ও এক পৌর মেয়র। সেহেতু তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আল-মোমিন শাহ্ গাবরুর (কাপ-পিরিচ) বিজয়ী হবার উজ্জ্বল সম্ভবনা দেখা দিয়েছে।
অপরদিকে অনেকের ধারণা, বর্তমান এমপি আসাদুজ্জামান আসাদের সমর্থিত প্রার্থী আফজাল হোসেন বকুলের (আনারস) বিজয়ী হবার সম্ভবনা রয়েছে। তবে বর্তমান এমপি দলীয় নির্দেশনার কারণে ভোটের মাঠে নামতে না পারায় আফজাল কিছুটা বিপাকে পড়েছে। এদিকে চেয়ারম্যান প্রার্থী গাবরু ব্যতিত সকলেই সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের কাছে দাবি করছেন তাদের প্রতি বর্তমান এমপির সমর্থন রয়েছে। যদিও বর্তমান এমপির ছোট ভাই রফিকুজ্জামান রফিককে (আনারস) প্রতীকের প্রার্থী আফজাল হোসেন বকুলের পক্ষে বিভিন্ন নির্বাচনী প্রচারণার মাঠে ভোট চাইতে দেখা গেছে।
সংশ্লিষ্ট এলাকার সাধারণ ভোটারদের বিশ্লেষণ বর্তমান এমপি আসাদুজ্জামান আসাদ প্যানেলের প্রার্থী আলহাজ্ব এনামুল হক (ঘোড়া), মেহেবুব হাসান রাসেল(দোয়াত-কলম) ও আলমগীর মোরশেদ রনজু (মোটরসাইকেল)
নিজেদের বিজয় অর্জনের জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
জানা গেছে,
মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন থেকেই প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা। একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন(ইউপি)নিয়ে মোহনপুর উপজেলা গঠিত। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায় আগ্রহী প্রায় সব প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে অন্য দলের প্রার্থীরাও রয়েছেন। ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৫ জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং ৫ জন নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা গোটা উপজেলা জুড়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় ছোট ছোট নির্বাচনী জনসভা করছেন। আইন অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ। গত ১৩ই মে সোমবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামী ২৯ মে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৫৪৩ জন।
এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭২ হাজার ৭০৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৭২ হাজার ৮৩৯ জন। উপজেলা নির্বাচনের মাঠে প্রচার-প্রচারণায় জামাত-বিএনপি বা অন্যকোন দলের চেয়ারম্যান প্রার্থী না থাকায় এই নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে চেয়ারম্যান নির্বাচনে মাঠে কাজ করছেন। এবিষয়ে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা বলেন, এখন পর্যন্ত নির্বাচনের মাঠে প্রার্থীদের ভক্ত-সমর্থকদের মধ্যে ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত তেমন কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এই উপজেলার নির্বাচনী মাঠে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রচারণাসহ নির্বাচনে বিজয়ী হবার দৌড়ে এখন পর্যন্ত অনেকটা এগিয়ে রয়েছেন সাবেক সাংসদ আয়েন উদ্দিন সমর্থিত প্রার্থী আল-মোমিন শাহ গাবরু (কাপ-পিরিচ)। তবে শক্ত অবস্থানেও রয়েছেন সাংসদ আসাদুজ্জামান আসাদ সমর্থিত প্রার্থী আফজাল হোসেন বকুল (আনারস)। ফলে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই এমপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হবে তীব্র লড়াই বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
সরেজমিন ২৬মে রোববার উপজেলার কেশরহাট পৌরসভা,ঘাষিগ্রাম, রায়ঘাটি, বাকশিমইল ও ধুরইল ইউপির বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় এগিয়ে থেকে ভোটারদের কাছে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন আল-মোমিন শাহ গাবরু (কাপ-পিরিচ)।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *