মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন গোমস্তা (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ মে) সকাল ৮ টার দিকে ওই শিশুর বাড়ির পাশের একটি ঘরে কৌশলে ধর্ষণ করা হয়।এ ঘটনায় ওই শিশুকে উদ্ধারের পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, রবিবার সকালে একই বাড়ির চাচা সম্পর্কের সুমন গোমস্তার বাড়িতে নিয়ে যায় শিশুটিকে। এ সময় সুমন গোমস্তা কৌশলে তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে ৬ বছর বয়সী শিশুটির রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়ে পড়ে।
পরে পরিবারের লোকজন ও আহত শিশুটির বাবা হাতেনাতে ধরেফেলে এবং উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় লোকজনের সহায়তায় সুমন গোমস্তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমন গোমস্তাকে আটক করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।

Leave a Reply