বীর মুক্তিযোদ্ধা খচিত জাতীয় স্মার্ট কার্ড পেলেন কেশবপুরের মোসলেম উদ্দীন

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে বীর মুক্তিযোদ্ধ খচিত স্মার্ট কার্ড ও সম্মান সূচক ক্রেস্ট পেলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দীনসহ দেশের ১০৪ জন বীর মুক্তিযোদ্ধা কে। ২৩ মে সকালে নির্বাচন ভবন অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নিকট থেকে তিনি এই বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড ও সম্মানসূচক ক্রেস্ট গ্রহন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এবং নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড ও সম্মানসূচক ক্রেস্টে ভূষিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দীন কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামের মৃত মহাতাব উদ্দীন ও মাতা আমেনা খাতুনের বড় ছেলে। তার এই সম্মাননায় বুড়িহাটি গ্রাম সহ কেশবপুর উপজেলাবাসী গর্বিত।

মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *