সুজানগরে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার(১৭ মে) রাত পৌনে নয়টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর নানী মোছা.জহুরা খাতুন বাদী হয়ে অভিযুক্ত আব্দুল বারেক মন্ডল নামে এক যুবককে প্রধান আসামী করে ৫ জনের নামে সুজানগর থানায় মামলা করেছেন। বখাটে যুবক আব্দুল বারেক মন্ডল স্থানীয় ভাটপাড়া গ্রামের মো.উমেদ আলীর ছেলে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাযায়, শুক্রবার রাত পৌন নয়টার দিকে প্রকৃতির ডাকে সারা দিলে নিজঘর থেকে বাইরের টয়লেটে যাওয়ার সময় কিশোরীর মুখ চেপে ধরে আব্দুল বারেক মন্ডলসহ ৫জন বাড়ির পাশর্^বর্তী সুপারির বাগানে নিয়ে যায়। এ সময় আব্দুল বারেক মন্ডল কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে ধর্ষকসহ অন্যরা পালিয়ে যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুজানগর থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান,এ ঘটনায় মামলা দায়েয়ের পর শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত আব্দুল বারেক মন্ডলসহ অন্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(বিজ্ঞান) জাহিদুল ইসলাম জানান, নির্যাতিতা ওই কিশোরী রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী থাকাকালীন কয়েক দিন ক্লাস করার পর ২০২২ সালে লেখাপড়া ছেড়ে দেন এবং এরপর থেকে আর বিদ্যালয়ে আসেনি।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *