ঝড়-বৃষ্টি আঁধার রাতে, জনগণ আছে শেখ হাসিনার সাথে- প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন উচ্চারিত স্লোগান পুনরায় উচ্চারণ করে বলেন ‘ ঝড় বৃষ্টি আঁধার রাতে, দেশের জনগন আছে শেখ হাসিনার সাথে। ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ১৭ মে বিকেল তিনটায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা আওয়াামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের ২য় বার নির্বাচিত চেয়ারম্যান মো.আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক ও প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুুয়ারা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু প্রমুখ।

আবুল বয়ান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *