এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) প্রধান প্রকৌশলী মো.আলি আখতার হোসেন।শুক্রবার(১৭মে)তিনি উপজেলার রাস্তা,ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে.এম. জুলফিকার আলী, পাবনা জেলার নির্বাহী প্রকৌশলী মো.আনিসুর রহমান মন্ডল, সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার,ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) প্রধান প্রকৌশলী মো.আলি আখতার হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Leave a Reply