নড়াইলের লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের লোহাগড়ার আয়োজনে তিনদিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১৪ই মে)
এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার তার বক্তব্য বলেন, “আধুনিক কৃষি প্রযুক্তির উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।” পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); মোঃ জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া; কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, প্রকল্প পরিচালক, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক আলহাজ সৈয়দ মশিউর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আশেক পারভেজ, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লোহাগড়া। এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ মেলায় অংশগ্রহণকারী কৃষকগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, লোহাগড়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৬ষ্ঠ লোহাগড়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে লক্ষ্মীপাশা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা নির্বাচন অফিস, লোহাগড়ার আয়োজনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ মে) উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এ সময় পুলিশ সুপার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ। আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের সব ধরনের সহযোগিতা করতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।”
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); মোঃ জসিম উদ্দীন, জেলা নির্বাচন অফিসার, নড়াইল; মোঃ জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া; আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি), লোহাগড়া; কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানাসহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *