পঞ্চগড় জেলার ৪টি সয়াবিন তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রেস বিজ্ঞপ্তি

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক
পঞ্চগড় জেলার ০৪টি সয়াবিন তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের

অদ্য ১৩.০৫.২০২৪ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প গড় এর আদালতে প গড় জেলার ০৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানগুলি হচ্ছে-

১) মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, তুলাডাঙ্গা রোড, রাজনগর, সদর, প গড়;
২) মেসার্স খান এন্টারপ্রাইজ, সীতাগ্রাম, হেলিবোর্ড বাজার, সদর, প গড়;
৩) মেসার্স তিন ভাই বোন প্রোডাক্টস, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়;
৪) মেসার্স প্যারেন্টস অয়েল এন্টারপ্রাইজ, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়।

উল্লেখ্য যে, এর আগেও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প গড় এর আদালতে (১) মেসার্স ভাই বোন এন্টারপ্রাইজ, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়; এবং (২) মেসার্স তিন ভাই বোন প্রোডাক্টস, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়; প্রতিষ্ঠান ২টিকে অবৈধভাবে সয়াবিন তেল বাজারজাত করার অপরাধে অত্র অফিস কর্তৃক নিয়মিত মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলায় প্রতিষ্ঠান ২টিকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা আদায়ের নির্দেশ প্রদান করেন মহামান্য আদালত। একই অপরাধে এবারেও উক্ত ৪টি প্রতিষ্ঠানকে নিয়মিত মামলা দায়ের করা হয়।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *