December 21, 2024, 2:39 pm
আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের রাজনীতিতে একশ্রেণীর অনুপ্রবেশকারী হঠাৎ আওয়ামী লীগ
(কুটুম) নেতা ও তাদের চ্যালা-চামুন্ড্যাদের বির্তকিত কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং নেতা ও কর্মীসমর্থকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছে।
জানা গেছে, গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ও প্রকাশ্যে নৌকার বিপক্ষে এবং কাঁচি প্রতিকের পক্ষে যারা কাজ করেছিল। এমনকি কামারগাঁ ইউপিতে কাঁচি প্রতিকের বিজয় ঘোষণার সঙ্গে যারা বিজয় মিছিল করে বিভিন্ন গভীর নলকুপের ঘরে থালা, বাড়ির ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও নৌকার পক্ষের লোকজনকে মারপিট করেছিলেন। গত ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে (কাপ-পিরিচ) প্রতিকের ভোট করেই রাতারাতি তারা ঐশ্বরিক শক্তির অধিকারি হয়েছে।
এখন আবার তারাই আওয়ামী লীগের আদর্শিক নেতাকর্মীদের গভীর নলকুপ দখল ও ডিস লাইন সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়ে এলাকার শান্তিপুর্ণ পরিবেশ অশান্ত করে তুলেছে। এর চাইতে দুঃখ-কষ্টের কি থাকতে পারে দীর্ঘশ্বাস ছেড়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের এক জৈষ্ঠ নেতা।
জানা গেছে, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের প্রবীণ, ত্যাগী, পরীক্ষিত নিবেদিতপ্রাণ নেতা ও কর্মী-সমর্থকদের কাছে এখন মূর্তিমান আতঙ্ক এসব কুটুম। অধিকাংশক্ষেত্রে এসব কুটুমেরা কখানো আওয়ামী
লীগ করেনি তাদের রাজনৈতিক জীবনটাই পালাবদলের। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। তারা আগে যেই ডালে ছিল আগামিতেও সেই ডালেই বসবে, মাঝ খানে শুধু আওয়ামী লীগকে আখ মাড়াই করে খেতে বসেছে বলে মনে করছে তৃণমুল।
স্থানীয়রা জানান, উপজেলা নির্বাচনের পরপরই অনুপ্রবেশকারী এসব কুটুমদের সরকারি খাস পুকুর, গভীর নলকুপ অপারেটর, বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, নিয়োগ দেখভাল ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তদারকির দায়িত্ব দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। অথচ দীর্ঘদিন যাবত দলের পরীক্ষিত প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীগণ এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তৃণমূলের অভিযোগ যারা বিএনপি-জামায়াতের অর্থের যোগানদাতা ছিলো উপজেলা ভোটের পর তাদের অনেকে
এখন রাতারাতি আওয়ামী লীগ হয়ে উঠেছে।স্থানীয় আওয়ামী লীগের আদর্শিক নেতাকর্মীরা এসব কুটুমদের হাত থেকে পরিত্রাণ পেতে দলের নীতিনির্ধারণী মহলের জরুরী হস্তক্ষেপ করেছেন। এবিষয়ে জানতে চাইলে কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আলাউদ্দীন আলী প্রামানিক বলেন, উপজেলা নির্বাচনের পরপরই দলের ভিতরে অনুপ্রবেশকারিরা শক্ত বলয় সৃষ্টি করেছে। তিনি বলেন, তাদের দমন-নিপিড়ণের হুমকি-ধমকিতে আওয়ামী আদর্শিক পরিক্ষিত নেতাকর্মীরা রীতিমতো দিশেহারা। তিনি বলেন, সু-কৌশলে আওয়ামী লীগেে ভাঙন সৃষ্টির অপতৎপরতা করা হচ্ছে।