নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল হোসেন । জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব ও পরিচালক (ভারপ্রাপ্ত) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহী ও সদস্য সচীব আঞ্চলিক কমিটির ড. মোঃ আলমগীর কবীর – ১৩২৩২ স্বাক্ষরিত এক চূড়ান্ত তালিকায় এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ রাজশাহী বিভাগের মধ্যে চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( বর্তমানে কর্মরত) মো. সোহেল হোসেন শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সোহেল হোসেন তার অনুভুতি প্রকাশ করে বলেন, বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেব নির্বাচিত হওয়া সত্যিই গর্বের ও আনন্দের। এই অর্জন আমার কাজকে আরও গতিশীল করবে। এ অর্জন শুধু আমার একার না এ অর্জন চারঘাট উপজেলার শিক্ষা পরিবারসহ সকলের।
তার এ অর্জনে, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন স্তরের মানুষ অভিবাদন জানান।
উল্লেখ্য তিনি ২০২৩ ইং সালের ১৬ এপ্রিল চারঘাট উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করে ন্যায়নিষ্ঠা, স্বচ্চতার ও জবাবদাহিতার সাথে কাজ করে প্রশংসিত হয়েছেন। এর আগে তিনি গোদাগাড়ী উপজেলায় বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। গোদাগাড়ী ও চারঘাট উপজেলার শিক্ষা পরিবার এ অর্জনে গর্ববোধ করে এবং তার দীর্ঘায়ু কামনাসহ আগামী দিনের পথচলা আরও সুদৃড় হউক এ প্রত্যাশা করে।
তার এ সাফল্যে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম অভিনন্দন জানিয়েছেন, আরও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি এমএন রিদওয়ান ফিরদৌস, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, চারঘাট উপজেলার শিক্ষক সমিতি মাদ্রাসা শিক্ষক সমিতি অভিনন্দন পূথক পূথকভাবে জানিয়েছেন।
মোঃ হায়দার আলী
রাজশাহী।
Leave a Reply