মোঃ আনিসুর রহমান আগুন
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সবার জন্য দোয়া করি,
আছেন যারা মোর সিনিয়র জুনিয়র সহচর-সহচরী,
সাংবাদিক হয়ে যারা সাংবাদিকের পিছে লাগেন,
তাদেরও একদা সময় আসবে সেটাও মনে রাখেন।
সাংবাদিকতা হল রাজকীয় পেশা নোংরামি ত নয়,
যারা এ পেশাকে কলুষিত করে তাদের জন্য দুঃখ হয়।
আমরা একজনের কথা আরেকজনে করি কানাকানি,
এ আশায় যে তার কাছে পাই যদি কিছু তেল পানি!
আমার আছেন যারা সহকর্মী ধর্মী-বিধর্মী দূর-অদূরে,
সকলে গড়ি ঐক্য একতা করি প্রতিবাদ সমস্বরে।
যখন মোরা হামলার শিকার হই কোন দুষ্টচক্রের হাতে,
একে অপরের পাশে দাঁড়াই মোকাবেলা করি একসাথে।
অপরাধীরা হোক যত শক্তিশালী যতই ধুরন্ধর,
টিকতে পারবে না কেউ যদি হয় এক কণ্ঠস্বর!
এসো তাই কলম সৈনিক ভাই এক হয়ে যাই,
মোদের কারও সাথে কারও ত কোন দ্বন্দ্ব নাই।
(উৎসর্গ- আমার সকল কলম সৈনিক ভাইদেরকে)
Leave a Reply