ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ভালুকায় চুরি হওয়া ৬টি গরু উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করলেন ওসি শাহ কামাল আকন্দ।
বৃহস্পতিবার রাতে ৬টি গরু চুরি হলে তা উদ্ধার করে মালিককে হস্তান্তর করেন তিনি।
সুত্র জানায়-চুরি-ডাকাতি প্রতিরোধে উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে থানা পুলিশের ব্যবস্থাপনায় গ্রাম-পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সমন্বয়ে চলছে রাত্রীকালীন পাহারা কার্যক্রম। দায়িত্ব প্রাপ্ত এসব সদস্যরা সঠিকমত তাদের দায়িত্ব পালন করছে কিনা তার তদারকিতে রাত জেগে টহল দেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। কোথাও চুরি হয়েছে শুনলে মুহুর্তেই ছুটে যান সেই এলাকায়।
তারই ধারাবাহিকতায় (২রা মে) বৃহস্পতিবার রাত ০২.৪৫ মিনিট মল্লিকবাড়ী ইউনিয়নের একটি এলাকা থেকে খবর আসে এক গৃহস্ত তার ছয়টি গরু গোয়ালঘর থেকে খোজে পাওয়া যাচ্ছে না,খবর পেয়ে তদারকী ডিউটি থাকা অবস্থায় মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান সহ উক্ত এলাকায় গমন করে চেয়ারম্যানের নেতৃত্বে এলাকার প্রচুর লোকজন রাস্তায় নেমে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা চোর গরু রেখে পালিয়ে যেতে বাধ্য হয় চোরেরা। চুরি যাওয়া ছয়টি গুরু উদ্ধারপূর্বক মালিকের হেফাজতে রাখেন ওসি শাহ কামাল আকন্দ। সহজেই চুরি যাওয়া গরুগুলো উদ্ধার হওয়ায় তিনি মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান এবং মল্লিক বাড়ি ইউনিয়নের বাসিন্দাদের আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় বড় ধরনের চুরি রোধ করা সম্ভব হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।
Leave a Reply