বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার গৌরনদীর পৌরসভার বড়কসবা এলাকা হতে ৪ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানার পুলিশ। ৩০ এপ্রিল মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এসআই হৃদয় কুমার চাকলাদর ও সঙ্গীয় অফিসার ফোর্স এসআই ইলিয়াছ মাহমুদ, এএসআই ফিরোজ আলম, এএসআই সুজন চন্দ্র দে, এএসআই হুমায়ন কবির, এএসআই কৃষ্ণকান্ত মিত্র, পুলিশ সদস্য মোঃ ফরিদ উদ্দিন ,মুরাদুল ইসলাম,মোঃ মামুন হোসেন,কামরুল ইসলাম,সোহেল রানাসহ বরিশাল জেলার গৌরনদী থানাধীন পৌরসভাস্থ লাখেরাজ কসবা ২নং ওয়ার্ডস্থ হারুন মিয়ার বাড়ীর পাকা রাস্তার উপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,২০,০০০ টাকা মূল্যমানের ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ৩০,৯০০ মূল্যে ১০৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ ফয়সাল আলম ওরফে জসিম ফকির (৩৭), পিতা-আঃ মজিদ ফকির,সাং-বড় কসবা ২নং ওয়ার্ডের বাসীন্দা। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জসিম ফকির পেশাদার মাদক ব্যবসায়ী। জসিম ফকির বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে গৌরনদী ও আগৈলঝাড়াসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য মামলায় এজাহার দায়ের করা হয়েছে, নং-১৩৭৯, বুধবার সকালে আসামীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply