দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌরসভার মেয়র বরখাস্ত

স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

দুর্নীতির অভিযোগে জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বলে জানান জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শীতেষ চন্দ্র সরকার। স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগ করেন ১১ কাউন্সিলর। তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে ইসলামপুর পৌরসভার মেয়রের পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পৌর মেয়র আব্দুল কাদেরকে বরখাস্ত করে জারি করা প্রজ্ঞাপন পাওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শীতেষ চন্দ্র সরকার। তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সরকারি গুদামের মালামাল লুট, গুদামের জমি দখল করে দোকান নির্মাণসহ নানা অভিযোগ এনে ২০২২ইং সালের ১৪ই ডিসেম্বর ১১ জন কাউন্সিলর স্বাক্ষরিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে দফায় দফায় তদন্ত শেষে তার বিরুদ্ধে আনীত দূর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায়, স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পৌর আইন ২০০৯ এর ৩৩(১) ধারা অনুযায়ী মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমানের স্বাক্ষরিত আর এক প্রজ্ঞাপনে ১ম প্যানেল মেয়রকে আর্থিক ক্ষমতা অর্পন হয়। এ ব্যাপারে আব্দুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। আব্দুল কাদের ইসলামপুর পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *