December 22, 2024, 6:10 am
মোঃ জাকির হোসেন, কেশবপুর (যশোর) ঃ কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩০এপ্রিল বিকেলে কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এবক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে তিনি বলেন স্থানীয় সরকারের সাধারণ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সারা দেশের মানুষ ও রাজনৈতিকদলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন নির্বাচন। এই গুরু দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যান্ত। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ নির্বাচন কমিশনের প্রত্যাশা সকলে যেন তাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ নিরপেক্ষ হয়ে পালন করবেন। দলীয় মনোভাব পোষণ করা, নেতা-কর্মীদের দ্বারা প্রভাবিত হওয়া, কখনো অতি উৎসাহী হয়ে এমন কোন আচরণ করবেন না যাতে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়। আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব প্রদান করা হয়েছে, আমি আশা করি আপনারা সততা ও নিরপেক্ষতার সাথে সে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী কর্মকর্তাদের জন্য আচরণ বিধি অনুযায়ী সর্বদা নিরপেক্ষ আচরণ করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে নিরপেক্ষ আচরণ করা জরুরী। ভোটগ্রহণ কর্মকর্তাগণ নির্ধারিত কার্যপ্রণালী বিধি অনুসরণ এবং সঠিক ও নির্ভুল তথ্য প্রদান নিশ্চিত করতে হবে। ভোটগ্রহণ কর্মকর্তাগণ সবসময় নির্বাচন কমিশন কর্তৃক প্রদেয় পরিচয়পত্র থাকতে হবে।নির্বাচন কমিশন চায় প্রত্যেকে যার যার দায়িত্ব আইন সঙ্গতভাবে এবং নিরপেক্ষতার সাথে পালন করবে। অন্যথায় নির্বাচন কমিশন তার আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে । তিনি আরও বলেন সারা দেশে তাপপ্রবাহের জন্য দ্রুত ভোট গ্রহণ করানো হবে। সময় বাড়ার সাথে সাথে চিরকুট করে লাইনে এক দুই করে দশ পর্যন্ত সিরিয়াল করে ভোট দেওয়ানো, অপর দশ জনকে গাছের নিচে বসিয়ে রাখা,ভোট কেন্দ্রের আশপাশে মেডিকেল টিম ও খাবার স্যালাইন ও পর্যপ্ত পরিমান পানি রাখা হবে।
এসময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) বেলাল হোসাইন, আ লিক নির্বাচন কর্মকর্তা খুলনা অ ল হুমায়ুন কবির, যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম।
কেশবপুরে আচরন বিধি লঙ্গনের অভিযোগে দুজন
প্রার্থীর কর্মীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরন বিধি লঙ্গনের দায়ে দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তানভির হোসেন। ৩০ এপ্রিল এদুজন প্রার্থীর কর্মীর মধ্যে আব্দুল্লাহ আল মামুন তালা প্রতিকের কর্মীকে দেড় হাজার টাকা ও আব্দুল লতিফ রানা মাইক প্রতিকের কর্মীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর।