ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভি

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসন কে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসাবে গড়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে জনগণের কাছে সুযোগ চান আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা তরুণ জনবান্ধব রাজনীতিবিধ আল আমিন আলভি। যিনি তার মহান কর্মে বেঁচে থাকতে চান সবার হৃদয়ে। উপজেলার অষ্টধার ইউনিয়নের এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান আল আমিন আলভি ।যার বাবা অষ্টধার এলাকার একজন সফল সমাজ সেবক ও চেয়ারম্যান ছিলেন। ছোট থেকেই বাবার নিকট থেকে সামাজিকতা ও জনসেবামোলক কাজ দেখেই বেড়ে উঠা আল আমিন আলভি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সদর বাসীর সেবার মান বৃদ্ধি করতে চান।

তিনি বলেন, আমি সদর উপজেলা বাসীকে সেবা করার সুযোগ চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার দোয়া চাই। তিনি আরো বলেন, সদর উপজেলার সকল যুব সমাজ ও শ্রদ্ধাভাজন মুরুব্বিদের ভালোবাসা নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ‘আধুনিক স্মার্ট’ সদর উপজেলা গড়তে চাই, ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের পাশে থেকে আধুনিক ও সমৃদ্ধ সদর উপজেলা গড়ার প্রত্যাশায় সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রিয় সদর উপজেলা বাসীর খেদমতে নিঃস্বার্থভাবে কাজ করার সুযোগ চাই।

২০৪১ সালের মধ্যে উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা দিয়েছেন, তারই আলোকে ময়মনসিংহ সদর উপজেলা বাসীর জন্য নিরলস কাজ করে যেতে চান আল আমিন আলভি । উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃত্ব দিয়ে আসা আল আমিন আলভি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের সমর্থন প্রত্যাশী হিসাবে ইতিমধ্যেই উপজেলার সবকটি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন। তৃণমূলের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ নেতা আল আমিন আলভী বলেন, ‘পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম ও দেশ গঠনের অনন্য নেতৃত্বকে রাজনৈতিক জীবনের পাথেয় করে আমি রাজনীতি করে আসছি। ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে বদলে যাওয়া আজকের বাংলাদেশও আমরা পেতাম না। টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনায় পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন আল আমিন আলভি । তিনি বলেন, ‘মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ন, দারিদ্র নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সামাজিক নিরাপত্তাসহ অসংখ্য ধারাবাহিক কার্যক্রমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এখন লক্ষ্য ২০৪১ সালের উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দিকে।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আল আমিন আলভি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় উন্নয়নকে কাজে লাগিয়ে স্মার্ট সদর উপজেলা গড়তে চাই। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নব্বইয়ের দশকে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া আল আমিন আলভি ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আলভি কলেজ জীবনে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি ইংরেজীতে মাষ্টার্স ডিগ্রি অর্জন করে সু-শিক্ষায় শিক্ষিত। সেই ধারাবাহিকতায় সদর উপজেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবেন তিনি। ইতিপুর্বেও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করে সামান্য কিছু ভোটে পরাজিত হলেও আসন্ন উপজেলা তার প্রার্থীতার অপেক্ষার প্রহর গুনছেন উপজেলার সর্বস্তরের ভোটাররা। একজন মিশুক ও শিক্ষিত প্রার্থী হিসাবে নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে তার পক্ষে ভোটারদের সমর্থনের পাল্লা ততই ভারী হচ্ছে।

আল আমিন আলভি বলেন- উপজেলা পরিষদ নির্বাচন যেহেতু উম্মুক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনা। তাই উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে আমার অংশগ্রহণ করা সম্পর্কে আপনাদের সুচিন্তিত গঠনমূলক পরামর্শ এবং মতামত প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, ‘কোনো পদ-পদবীর জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা যাতে ভালো ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাই তার একজন প্রতিনিধি হিসেবে তার পাশে থেকে কাজ করতে চাই। সদর অঞলের রাস্থাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে কাজ করতে চাই।স্মার্ট নাগরিক আর স্মার্ট সমাজ গড়তে হলে স্মার্ট নেতৃত্ব প্রয়োজন। সে লক্ষে আমি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা চাই।

সাধারণ ভোটারদের ভাষ্য মতে -, মানব সেবায় সমাজ ও এলাকার উন্নয়ন এবং বিপদে-আপদে সর্বদা মানুষের পাশে থাকেন আল আমিন আলভি । এলাকার জনগণের পাশে থেকে সুখ-দুঃখ ভাগ করে নেন। তিনি অংশগ্রহণ করেছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। এগিয়ে যাচ্ছে সমাজের অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য তাই সাধারণ মানুষেরা সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আল আমিন আলভিকে দেখতে চান তারা।

আল আমিন আলভি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে স্থানীয় নাগরিক সেবার মান মানোন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *