মাদকের বিস্তার রোদে গ্রাম পুলিশের সজাগ থাকতে হবে: ভালুকায় ওসি কামাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, চুরি-ডাকাতি,
জঙ্গিবাদ,মাদকসহ সমাজের যে কোন অপরাধ নির্মুলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে। কারণ একটি গ্রামে কে মাদক বিক্রি এবং সেবন করে এটা গ্রাম পুলিশের জানা খুবই সহজ।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে মতবিনিময় এসব কথা বলেন তিনি।

ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশেষ করে নির্বাচনের মত গুরুত্বপূর্ণ একটি কাজে আনসার বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। গ্রাম পুলিশদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেন-মাদক,চুরি ছিনতাই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করছে ভালুকা মডেল থানা-পুলিশ। মাদক চুরি ছিনতাই কিশোর গ্যাংদের ছাড় নেই,যেখানেই অপরাধের তথ্য পাওয়া যাবে সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাই ভালুকায় মাদক,চুরি ছিনতাই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তিনি সকল ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশকে এসব অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে থানা পুলিশকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। এসময় তিনি উপজেলার প্রত্যেক বিট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে গ্রাম পুলিশের ভুমিকা রাখার নির্দেশনা এবং প্রচন্ড গরমে তাদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *