স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি//
স্বরূপকাঠিতে ২য় ধাপে উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব প্রার্থীই অনলাইনে ফরম ফিলাপ করে হার্ড কপির তিন ফর্দ ফটো কপি সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। বিভিন্ন প্রার্থী সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ওই ফর্ম জমা দেন।
চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এস এম মুইদুল ইসলাম সকালে স্থানীয় তৃনা কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল করে সমর্থকদের নিয়ে শোডাউন করেছেন। এরপর উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা ও সমাজ সেবকদের নিয়ে নির্বাচন অফিসে ফর্ম জমা দেন।
সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো.আব্দুল হক ইন্দুরহাট সাইনিংষ্টার কিন্ডা গার্টেনের সামনে সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান করে স্বল্প সংখ্যক সমর্থকদের নিয়ে ফর্ম জমাদেন। চেয়ারম্যান পদে সদ্য বিদায়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয় তিনি পিরোজপুরে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো.শহীদুল ইসলাম মিন্টু বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকদের নিয়ে শোডাউন করে ফর্ম জমা দিয়েছেন। ওই পতে ঠিকাদার মো. শফিকুর রহমান সুমনও একই ভাবে শোডাউন করে ফর্ম জমা দিয়েছেন। এ পদে আরো ফর্ম জমা দিয়েছেন রাজিব সেন, শিশির কর্মকার, মো.সোহাগ মিয়া।
নারী ভাইস চেয়ারম্যান পদে সদ্য বিদায়ী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে ফর্ম জমা দিয়েছেন। ফর্ম জমা করেছেন দৈহারী ইউনিয়নের নারী নেত্রী তুলি মন্ডল।
বরিশাল অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও রির্টাানিং অফিসার সৈয়দ শফিকুল হক জানান আগামী ২৩ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই,৩০ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহার ,২ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে।আর ২১ মে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৮৩৫ জন। কেন্দ্র ৮৯ টি ।

Leave a Reply