মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম স্বপ্ন ও সম্ভাবনাময় সুন্দরগঞ্জ গড়ে তোলার মানসে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, চলতি বছরের শুরুতে গাইবান্ধার সাদুল্লাপুর থানা হতে বদলি হয়ে সুন্দরগঞ্জ থানায় নতুন কর্মস্থল হিসেবে যোগদান করেন তিনি। এসেই অত্যন্ত চ্যালেঞ্জিক পরিবেশের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে তিনি ব্যাপক ভূমিকা রাখেন। এতে রাজনৈতিক মহলসহ বিভিন্ন মহলে বেশ ভূয়সী প্রশংসার পাত্র বনে যান ওসি মাহবুব। সে ত ছিল মাত্র শুরু। তিনি আসা মাত্র মাসখানেকের ব্যবধানেই থানার অবকাঠামোগত পরিবর্তনসহ প্রত্যেকটি বিষয়ে আমূল-পরিবর্তন ঘটে। পাল্টে যায় থানার ভিতর-বাহিরের অবয়ব ও আকার-আকৃতি। ওসি মাহবুব আলম বেশ সৌখিন ও রুচিশীল, মননশীল, সুন্দর এবং উদার মনের মানুষ। তিনি তাঁর চারপাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি রাখতে ও থাকতে খুব ভালবাসেন। পাশাপাশি অতিথি পরায়ণতায়ও তাঁর কোন জুরি নাই। তিনি নিজ উদ্যোগে নিজ অর্থায়নে করেছেন অনেক জনহিতকর কার্যাবলী। সেই সাথে তার কারণে প্রশাসনের চেইন অফ কমান্ড ফিরে পায় তার কাজের প্রকৃত গতি। শুরু হয় সুন্দরগঞ্জের অলিগলিতে ঘাপটি মেরে থাকা কীট পতঙ্গের মত অপরাধীদের পতন লীলা। তিনি পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনা নিয়ে ঝাঁপিয়ে পড়েন উপজেলার আনাচেকানাচে থাকা, মাদক কারবারি, মাদক ব্যবসায়ী, মাদকসেবি, গাঁজা ও মাদক চোরাচালান, বিভিন্ন ভাবে খেলা জুয়াচুরি, জুয়ারি, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্টভূক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, ছিনতাইকারী, কালোবাজারি, রাস্তাঘাটে বিঘ্ন সৃষ্টিকারী অপরাধীসহ যে কোন রাষ্ট্র বা আইনবিরোধী কাজে লিপ্তকারীদের যেন যমদূত হয়ে আবির্ভূত হয়েছেন। বিশেষ করে তিনি উঠতি বয়সের ছেলেমেয়েদের মরণব্যাধি মদ, গাঁজা ও জুয়া থেকে বিরত রাখতে অগ্রণী ভূমিকা পালন করছেন। এছাড়া শিক্ষানুরাগি ও জনবান্ধব এই থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম স্কুল, কলেজেসহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা পিছনে, রাস্তাঘাটে কোন প্রকার বখাটে ছেলে দেখলেই গ্রেফতার করেন। যাতে করে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। অপরদিকে তিনি স্থানীয় পার্কগুলোতে কোন প্রকার ছেলেমেয়েদের অবৈধ ভাবে ঘোরাফেরা ও আড্ডা দিতে নিষেধ করে নির্দেশনা দিয়েছেন। এরইমধ্যে এই দূর্দশী দক্ষ, বিজ্ঞ-বিচক্ষণ পুলিশ অফিসার তাঁর কর্মদক্ষতার ফলস্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুলিশ পদক লাভ করেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে। অন্যদিকে তিনি যে কোনো সমস্যা নিয়ে জনসাধারণকে সরাসরি থানায় আসার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করছেন। সাধারণ মানুষকে যে কোন ধরনের হয়রানি করাকে তিনি কখনও বরদাস্ত করেন না। ইতোমধ্যে সুন্দরগঞ্জের জনমনে তাঁর বেশ সুনাম ছড়িয়ে পড়েছে। অনেকে মনে করেন একজন ওসিকে এরকমই নিষ্ঠাবান, দায়িত্ববান, কর্মঠ ও আন্তরিক হতে হয়। তবেই সাধারণ জনগণ সুখে শান্তিতে বসবাস ও চলাফেরা করতে পারে। সবমিলে ওসি মোঃ মাহবুব আলম সুন্দরগঞ্জবাসীর মনে অনেকটাই আসন করে নিয়েছেন। তিনি গাঁজা, মাদক ও জুয়ারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় অনেক অভিভাবক তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন। এজন্য বিভিন্ন মহল তাঁর নিকট দাবি ও প্রত্যাশা করেন তিনি আরও বেশি আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করার মধ্য দিয়ে সুন্দরগঞ্জবাসীর পাশে থাকবেন। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় এই মানবিক পুলিশ অফিসারের গ্রামের বাড়ি বলে জানা গেছে।

Leave a Reply