ফুলবাড়ীয়া নেশার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে হ*ত্যা করলো ছেলে

মো. সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়ীয়া) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে নেশার টাকার জন্য পিতা আব্দুল কাদের ব্যাপারীকে নির্মমভাবে ছুরি দিয়ে হত্যা করেছে নেশাগ্রস্থ ছেলে আরিফ। ঘটনাটি (১৮ এপ্রিল) বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে নিজ বাড়িতে ঘটে।
নিহতের ভাগিনা রিয়াদুল ইসলাম শাহিন জানান, আরিফ নেশার টাকার জন্য প্রতিনিয়ত তার বাবা-মা কে গায়ে হাত তুলতো বিভিন্ন ভাবে হেনস্তা করতো। ঘর থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে নেশার টাকা জোগাড় করতো। এমনকি নেশা টাকা জন্য বিভিন্ন বাসা বাড়ীতেও চুরি করতেন আরিফ।
গতকাল (১৮ এপ্রিল) রাত আনুমানিক দশটার দিকে নিজ বাড়িতে নেশার টাকার জন্য বাবা মাতার উপর ক্ষিপ্ত হয়েছিল ঘাতক আরিফ । কিন্তু মাদকের জন্য টাকা নেওয়ার বিষয়টি টের পায় বাবা। এতে ছেলে টাকা চাইলে তা দিতে অস্বীকার করে বাবা। এ নিয়ে পরিবারে কলহের শুরু হয়। এক পর্যায়ে নিজ বাড়িতে থাকা ছুরি দিয়ে আরিফ তার বাবার ঘাড়ে, পেটে ও শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত করে । পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর অবস্থায় আব্দুল কাদেরকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের পর থেকেই আরিফ গা ডাকা দিয়েছে ।ফুলবাড়ীয়া বিভিন্ন জায়গায় মাদক বিক্রেতাদের উৎপাদন দিন দিন বেড়েই চলছে এখনি নিয়ন্ত্রন না করলে ভবিষ্যতে আরও খারাপ হবে বলে অভিজ্ঞ মহল করেন।
ফুলবাড়ীয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, খুনিকে গ্রেফতার করার জন্য পুলিশের তিনটি টিম কাজ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *