আগামী ১৮ এপ্রিল গোদাগাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আগামী ৫ বৈশাখ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা পরিষদ চত্তরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ নীতিব্যাক্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাজশাহী ১ আসনে সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. শায়লা শারমিন বলেন, অনুষ্ঠানের সকল প্রক্রিয়া শেষ পর্যায়ে, খামারীগণ তাদের গবাদিপশু নিয়ে আসবেন ইনসাল্লাহ, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনেক ভাল হবে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজশাহী ১ আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। এ প্রদর্শনীতে গবাদিপশু, পাথি, ঘোড়া, পশু খাবার, ওষুধসহ বিভিন্ন ধরনের ৩৫ টি স্টল থাকবে।

তিনি আরও জানান, এলাকার প্রত্যন্ত অঞ্চল গবাদিপশু যেন বৃদ্ধি পায় এবং দূরদুরান্ত থেকে গবাদিপশুর চিকিৎসা সেবা নিতে আসা মানুষকে যেন দুর্ভোগ ও হয়রানিতে পড়তে না হয় সে দিকে আমরা গভীরভাবে নজর দিচ্ছি এবং জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা হয়, জনগনকে আমরা সঠিক সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করচ্ছি। আপনারা সাংবাদিক সমাজের দর্পন, আমরা ভালকিছু করলে লিখবেন, খারাপ কিছু করলে অবশ্যই লিখবেন, আপনাদের লেখনী আমাদের উপকারে আসবে ইনশাল্লাহ।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *