নাগরপুরে ৩৪ বছর পর বন্ধুদেরকে বরণ 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ৩৪ বছর পর কিছু বন্ধুদের বরণ করে নেওয়া হয়। ১৯৯০ সনে এসএসসি ব্যাচের ধামরাইয়ের চার বন্ধুকে বরণ করে নেওয়া হয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে নাগরপুরের ‘৯০ বন্ধুদের আহব্বানে সাড়া দিয়ে সুদুর ধামরাই হতে বন্ধুগণ নাগরপুরে আসলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গত ৮ মার্চ বন্ধু সম্মিলনে তাদের সাথে পরিচয় পর্বের পর হতে নিয়মিত যোগাযোগ। এ সময় আগত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহ শিক্ষক মো. মোকসেদ আলী, সি. শিক্ষক মনজুর মিয়া, ফার্মাসিষ্ট ছানোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, প্রফেসর আবদুস সালাম, শওকত আলী মাষ্টার, সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন, প্রভাষক কামরুন্নাহার লাইলি। পরে নাগরপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন। দুপুরে পর বেলতৌলের বন্ধু আনোয়ার হোসেনের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে ‘৯০ এর ২৫ জন বন্ধু সারা দিয়ে তার বাড়িতে, কবিতা আবৃত্তি, গান, কৌতুক অভিনয় সহ দিনব্যাপী জমজমাট আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আলী আক্তার, সেনা সার্জেন্ট(অব.) নজরুল ইসলাম, ডা. শিউলি, মাষ্টার সোলাইমান, রজব আলী, আনোয়ার মাষ্টার প্রমুখ।

নাগরপুর, টাঙ্গাইল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *