জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জামে মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার উপজেলার জোতবানি ইউনিয়নের ধনসা পূর্বপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মসজিদের উন্নয়নকল্পে মসজিদ কমিটির সভাপতি, সম্পাদকের হাতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এ সময় সংসদ সদস্য শিবলী সাদিক পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
ধনসা পূর্বপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে, এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলাী মন্ডল, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংসদ সদস্যর সফরসঙ্গী, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Leave a Reply