গফরগাঁওযে যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন

ষ্টাফ রিপোর্টারঃ
নতুন স্বপ্ন ও নতুন প্রত্যয় নিয়ে সব অশুভ আর অসুন্দরকে পেছনে ফেলে বছর ঘুরে আবারো ফিরে এসেছে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ।

সারা দেশের মতো ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাতেও নতুন বছরের আগমনে ১লা বৈশাখ
বাংলা নববর্ষ- ১৪৩১ উদযাপন করা হয়েছে।

১লা বৈশাখ-১৪৩১ বাংলা নববর্ষ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে তানোর উপজেলা প্রশাসন নানা কর্মসুচি পালন করেছেন । এদিন দিবসের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে সমাপ্ত  হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজনা সভা ও উপজেলা পরিষদের চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা করা হয়। এছাড়াও বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও কবিতা আবৃতি আয়োজন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *