পুলিশ সদস্যদের ঈদ উপহার দিলেন তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী

ষ্টাফ রিপোর্টারঃ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। সেই আনন্দ আর খুশী সকলকে সাথে নিয়ে ভাগাভাগি করার প্রত্যয় নিয়ে ময়মনসিংহের তাঁরাকান্দা সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ওয়জেদ আলী,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে,থানায় কর্মরত নারী ও পুরুষ পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলী জানান- থানায় কর্মরত পুলিশ সদস্যদের পাঞ্জাবি ও নারী পুলিশদের জন্য থ্রী পিস উপহার প্রদান করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে থানা এালাকায় কর্মরত সকল বিভাগের বিভিন্ন পদস্থ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এই উপহার প্রদান করেন তিনি।

পবিত্র ঈদুল ফিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সকল পুলিশ সদস্যদের কর্মস্থলেই ঈদ উদযাপন করতে হচ্ছে। পরিবার বিহীন এই ঈদ যাতে করে সকলেই আনন্দে উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে তারাকান্দা থানা এলাকায় কর্মরত সকল পুলিশ, ট্রাফিক, ইমিগ্রেশন পুলিশসহ ডিএসবি শাখার সকল পদস্থ শতাধিক কর্মকর্তা ও সদস্যদের এই উপহার প্রদান করা হয়।

ওসি ওয়াজেদ আলী আরো বলেন, ঈদে ঘরমুখো মানুষের সার্বিক নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারনে এই ঈদে কোন পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করতে পারছেন না। তাই আমরা সকলেই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *