এম এ আলিম রিপন ঃ বই পাঠের মাধ্যমে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে দেশাত্মবোধ তৈরি ও সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষে পাবনার সুজানগরে পাবলিক লাইব্রেরীর যাত্রা শুরু হয়েছে। সোমবার সকালে ভার্চুয়ালি এ লাইব্রেরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত পাবলিক লাইব্রেরীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, প্রধান শিক্ষক মনসুর আলী, গণমাধ্যম কর্মীদের মধ্যে মোহাম্মদ আলী,এম এ আলিম রিপন,এম মনিরুজ্জামান ও জামিলুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইউএনও সুখময় সরকার জানান, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সুস্থ সংস্কৃতি চর্চা ও সমাজ সচেতন করতে লাইব্রেরীটি বিশেষ ভূমিকা রাখবে,পাশাপাশি নতুন প্রজন্মকে কুসংস্কার থেকে দূরে থেকে প্রকৃত শিক্ষা গ্রহণে বেশি করে বই পড়ার পরামর্শ দেন। লাইব্রেরীতে মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু, সম্পর্কিত,নজরুল সমগ্র,সমসাময়িক বিখ্যাত লেখক এবং দেশি বেদেশি বিখ্যাত বইসহ তিন শতাধিক বই,জাতীয় এবং স্থানীয় পত্রিকা পড়ার ব্যবস্থা রয়েছে,এছাড়া লাইব্রেরীটিকে তথ্যপূর্ণ করতে সংযোজন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার,মুক্তিযুদ্ধ কর্নার ও উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ কর্নার বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, বই পড়ার অভ্যাস থেকে বর্তমান প্রজন্মের একটি বড় অংশ যখন ক্রমে দূরে সরে যাচ্ছে,ঠিক সে সময়ে সুজানগর উপজেলা পরিষদ চত্বরে পাবলিক লাইব্রেরী স্থাপন নিঃসন্দেহে একটি উদ্যোগ। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, লাইব্রেরীতে বসে বই বা পত্রিকা পড়তে কোন টাকা লাগবে না। তবে বই সংগ্রহ করে বাসায় নিতে হলে সদস্য হতে হবে। আজীবন সদস্য হতে ৫০০ টাকা এবং বাৎসরিক সদস্য হতে ১০০টাকা লাগবে। প্রতি রবিবার হতে বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত লাইব্রেরীটি খোলা থাকবে। সরকারি ছুটির দিন বন্ধ থাকবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply