তালতলীতে চেতনা নাশক ঔষধ খাইয়ে টাকা – স্বর্ণালংকার চুরি, ২ জন হাসপাতালে

বিশেষ প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে একটি বাড়িতে খাবারের সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। টাকা – স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে চোর চক্র। সোমবার (১ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকার বাচ্ছু হাওলাদার ও তার স্ত্রী সেলিনা আক্তার ইভা দুইজনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছে। এদের মধ্যে বাচ্চু হাওলাদার আশঙ্কা জনক অবস্থায় আছেন।

হাসপাতালে ভর্তি রোগীর স্বজনেরা জানান, গতকাল রবিবার সন্ধ্যারাতে নয়াপাড়া এলাকায় বাচু হালাদার এর বাড়িতে ভাতের সাথে ঘুমের ঔষধ দিয়ে রাখে চোর চক্র। ভাত খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে চোর চক্র তাদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। এরপর আজ দুপুরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় শিক্ষিকা নাসরিন আক্তার বলেন, সকাল ৯ টা থেকে  তাদের আমরা ডাকাডাকি করি প্রতিদিন দরজা খোলা থাকে কিন্তু আজকে দরজা বন্ধ কিন্তু কোন সাড়াশব্দ পাচ্ছিনা এরপরে আমাদের মনের মধ্যে সন্দেহ হচ্ছে আমরা বাড়ির পিছনে গিয়ে দেখি একটা রুমের জানালা ভাঙ্গা। এছাড়াও ঘরের মধ্যে ঢুকে দেখি সমস্ত দরজা খোলা আর তারা অচেতন অবস্থায় আছেন। বাড়ির মালামাল সব এলোমেলো ছিলো।

ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু বলেন, চেতনা নাশক ঔষধ খাইয়ে তাদের অচেতন করে ঘরের ভিতরে মালামাল স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা এবং রোগীদের অবস্থা খুবই আশঙ্কা জনক।

বাচ্চু হাওলাদার ও তার স্ত্রী সেলিনা আক্তার ইভা গুরুতর অসুস্থ হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেছে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ঘটনাটি শুনে ওখানে টিম পাঠিয়েছি। গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *