মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতর পালন উপলক্ষে দুঃস্থ, গরীর ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকা।
রোববার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে আমিনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সেচ্ছাসেবী সংগঠনটি।
এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর।
সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকা’র সভাপতি সাবেক অতিরিক্ত সচিব মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে’ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী, সুন্দরগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। সংশ্লিষ্ট সমিতির যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহাসচিব অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি শেখ মোঃ খবির উদ্দিন, কোষাধ্যক্ষ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডিডি নবুওয়াত হোসেন সরকার, যুগ্ম-মহাসচিব ও বাপেক্স’র ব্যবস্থাপক আরেফিন আজিজ সরদার সিন্টু, গাইবান্ধা আবাসন ঢাকার চেয়ারম্যান লায়ন মো. আবুল হোসেন, সমিতির সদস্য মো. আনোয়ারুল ইসলাম শাহীন প্রমূখ।
পরে, সুন্দরগঞ্জ পৌরসভার ৫০ জন ও ১৫টি ইউনিয়ন থেকে আগত ৪০ জন করে মোট ৬৫০ জন দুঃস্থ, গরীর ও অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

Leave a Reply