উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপজেলার বিভিন্ন এলাকায় আদিবাসি পল্লীর বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
জানা গেছে, গতকাল দিনভর
উপজেলার বিভিন্ন এলাকায় আদিবাসি পল্লীর বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন এবং অর্জনের চিত্র তুলে ধরে নিজের জন্য ভোট প্রার্থনা ও তাদের সমর্থন চান। তিনি স্মার্ট গোদাগাড়ী বিনির্মাণ করতে আরো একবার সুযোগ চান। এসময় আদিবাসিরা তাকে সমর্থন ও তার পক্ষে থাকার প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। কাজেই সরকার তথা এমপি সমর্থিত প্রার্থীর বিজয় ব্যতিত এলাকার উন্নয়ন সম্ভব নয়। ফলে উপজেলার মানুষ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে কোনো ব্যক্তি নয়, সরকার সমর্থিত প্রার্থীর বিজয় চাই।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *