মুন্সীগঞ্জে রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার ও ইদ সামগ্রী বিতরণ

লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মু্ন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করেন
এস.এস.সি ২০১১ এবং এইচ.এস.সি ২০১৩ ব্যাচের বন্ধুরা।

৩০শে মার্চ ২০২৪ শনিবার সকাল ১০ ঘটিকায় মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এস.এস.সি ২০১১ এবং এইচ.এস.সি ২০১৩ ব্যাচ মুন্সিগঞ্জ এর উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী সহ ঈদ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, এস.এস.সি ২০১১ এবং এইচ.এস.সি ২০১৩ ব্যাচের বন্ধুরা সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ।

খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আক্তার হোসেন আমাদের কে জানান , চিনি ১ কেজি ,তেল ১ লিটার ,এংকর ডাল ১ কেজি ,বুট ১ কেজি,সেমাই ১ প্যাকেট ,পোলাউর চাল ১ কেজি ,আলু ১ কেজি,মুরি হাফ কেজি,পেয়াজ হাফ কেজি সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এবার।

তিনি আরো বলেন, এসএস সি ব্যাচ ২০১১ & এইচ এইচ এস সি ব্যাচ ২০১৩ এর উদ্যোগে মুন্সীগঞ্জের ৬ উপজেলার শতাধিক মানুষের মাঝে ইফতার ও ইদ সামগ্রী বিতরণ করা হয়।এই ব্যাচ ৪ বছর যাবৎ ৬ টি উপজেলায় এক যোগে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ, ইদ বস্ত্র বিতরণ, রক্ত দান,রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন,অসুস্থ্য রুগীদের আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ সহ আরও মানবিক কাজ করে আসছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *