ময়মনসিংহে উপজেলা চেয়ারম্যান হিসেবে আবারো আশরাফকেই চান সদরবাসী

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসাইনকেই ফের দেখতে চায় এলাকাবাসী। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে যদিও দলীয় মনোনয়ন দেবেনা তার পরও উপজেলার চলমান উন্নয়নকে এগিয়ে নিতে চেয়ারম্যান আশরাফ হোসাইনকেই জনগণ আগামী উপজেলা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে আবারো এই পদে দেখতে চায়। তাই তিনিই হচ্ছেন এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয় ও হেভিওয়েট প্রার্থী এমন গুঞ্জনই এখন উপজেলার সাধারণ জণগনের মুখে মুখে।

বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়ে তার অতীত রাজনৈতিক জীবন এবং ভবিষ্যতে এলাকার রাজনীতিতে নিজের অর্জন-পরিকল্পনার কথা জানান দিচ্ছেন চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন। অন্যদিকে,উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার মত তাকে ব্যাতিত যোগ্য প্রার্থী নেই বলে দাবি এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের।

এ বিষয়ে সংবাদ সংগ্রহকালে জানা যায়, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একজন জনবান্ধব কর্মী হিসাবে জননেতা আশরাফ হোসাইনকেই ফের উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এখানকার উঠতি ভোটাররা। স্থানীয় তরুণ প্রজন্মের নেতা-কর্মীদের সাথে আলাপের মাধ্যমে এমন তথ্য জানা গেছে। তাদের মতে তরুণ এই আওয়ামী লীগ নেতা এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিপুল ভোটের ব্যবধানে গতবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় রাজনীতিতে নিজেকে টেনে নিয়ে এসেছেন জনপ্রিয়তার শীর্ষে। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তাইতো নিজ দলীয় কর্মী-সমর্থকসহ এলাকাবাসীর অধিক আগ্রহের কারণেই মনস্থির করেছেন আগামী উপজেলা নির্বাচনে আবারও প্রার্থী হয়ে হেট্রিক জয়ের।

জানা গেছে, এবারে দলীয় প্রতীক না থাকায় জনতার প্রার্থী হিসেবে আশরাফ হোসাইন উপযুক্ত তাই আওয়ামী লীগের, সাধারণ কর্মীরা তার পক্ষেই একাট্টা হয়ে উঠেছে।

এ বিষয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা বলেন, এর আগে কোন উপজেলা চেয়ারম্যানের তেমন উন্নয়ন আমরা দেখতে পারি নাই, কিন্তু আশরাফ হোসাইন চেয়ারম্যান হবার পর আমাদের উপজেলায় নতুন নতুন রাস্তা তিনি করে দিয়েছেন । তিনি যে উপজেলার উন্নয়ন করেছেন তা দেখার মতো। আশরাফ হোসাইন আবারো চেয়ারম্যান হবার যোগ্য বলে আমরা মনে করি।

ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেল বলেন, উপজেলার সামাজিক উন্নয়ন ও রাষ্ট্রীয় নানা উন্নয়নে কাজ করেছেন তিনি। তিনি চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহনের পর এলাকার হতদরিদ্র পরিবার ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন সব সময়। নানা উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন এছাড়া এলাকাবাসির যেকোনো বিপদ আপদে সব সময় সহোযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আসছেন । তিনি গরীব ও অসহায় মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকার চেষ্টা করেন। এজন্য তিনি এলাকার মানুষের কাছে একজন প্রিয় মানুষ হয়ে উঠেছেন। মানুষের জন্য ভাল কাজ আর বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য তিনি দিনে দিনে স্থানীয় গণমানুষের মাঝে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। আমরা ওনাকেই আবারও উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

এ বিষয়ে মুঠোফোনে আশরাফ হোসাইন বলেন, আমার পিতা বঙ্গবন্ধুর অনুসারী ছিলেন বলে স্কুলজীবন থেকেই রাজনীতিতে জড়ানোর ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে তেমন বাধা পাইনি। কলেজ পর্যায়ে থেকে ছাত্রলীগের রাজনীতির সক্রিয় কর্মী ছিলাম। ছাত্র সংসদের নেতাও ছিলাম। এলাকার মানুষ অন্য প্রার্থীদের চেয়ে আপনাকে কেন এগিয়ে রাখবে? এমন প্রশ্নের জবাবে আশরাফ হোসাইন বলেন, এক একজন নেতার এক এক ধরনের চারিত্রিক গুণ থাকে, সেটা নিতান্তই আলাদা। এমন কিছু বিষয় আছে যেগুলো তাদের মধ্যে পার্থক্য গড়ে দেয়। বিশদ ব্যাখ্যায় না গিয়ে আমি বলবো, এলাকার মানুষ চায় আমি যেন তাদের প্রতিনিধিত্ব করতে আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছি। মানুষের সুখে দু:খে পাশে গিয়ে দাঁড়িয়েছি। তাই তারা আমাকে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছে।তিনি বলেন-আমি সদর উপজেলার গণমানুষের নেতা ও বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। তাই এই উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে কাজ করি। নেতাকর্মীদের সবসময় কাছে থাকার চেষ্টা করি, তাদের নিয়মিত খোঁজ-খবর রাখি। তারা আমাকে ভালোবাসে বিধায় পুনরায় আমাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *