ময়মনসিংহ সদর উপজেলায় গণসংযোগে দাপিয়ে বেড়াচ্ছেন সাঈদ

ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদরে চেয়ারম্যান পদে গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে দাপিয়ে বেড়াচ্ছেন উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব আবু সাঈদ। ইতোমধ্যে উপজেলার ১১ ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেছেন তিনি।

উপজেলা পরিষদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের পাদচারণায় নির্বাচনী মাঠ ততই উৎসব আমেজে পরিণত হচ্ছে। চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে আলহাজ্ব আবু সাঈদ গণসংযোগ ও মতবিনিময়ে ভোটারদের পুর্ণ সমর্থন পেতে দিনরাত উপজেলার একপ্রান্ত থেকে অপরপ্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।

ধারাবাহিকতা গণসংযোগের অংশ হিসেবে তিনি শুক্রবার (২৯মার্চ) বিকালে উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের সাহেব কাচারী বাজার,চর ঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।

বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়ে জনতার উদ্দেশ্যে তিনি বলেন-সদর উপজেলাকে একটি
পর্যটন এলাকা বির্নিমাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক যে উন্নয়ন যজ্ঞ শুরু করেছেন তা রক্ষায় কোন বিকল্প নেই। সদরবাসী সেই উন্নয়নকে আপন করে আজ ঐক্যবদ্ধ হয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একজন সৎ জনবান্ধব ব্যক্তি হিসাবে আমার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাই মাঠে থাকতে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে।তিনি বলেন, আমি সদরবাসীর সেবা নিশ্চিতের পাশাপাশি একটি স্মার্ট সদর উপজেলা উপহার দিতে চাই। দিনব্যাপী নানা কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। দিন রাত শহরের বিভিন্ন পয়েন্ট শেষ করে তার নিজ ইউনিয়ন সিরতায় সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবু সাঈদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *