পটিয়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহিউদ্দীন চৌধুরী।।
পটিয়া উপজেলার আলমদার পাড়া বায়তুশ শরফ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসা,হেফজখানা ও এতিমখানা এবং শাহ জব্বারিয়া তরুণ সংঘের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলমদার এর সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার মাওলানা নসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৬ মার্চ) মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ চৌধুরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ঢাকার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ রাসেল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ দিদারুল আলম সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর গনি সওদাগর, রহমতুল্লাহ চৌধুরী,বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এডভোকেট বেলাল উদ্দীন, মনজুর আলম আলমদার,সরওয়ার উদ্দীন চৌধুরী মাইজভান্ডারি,আরমান আলমদার,আনোয়ার তালুকদার,আব্দুস শুক্কুর, ইউপি সদস্য আলমগীর তালুকদার,আবু তালেব আলমদার এবং আরো উপস্থিত ছিলেন এস আলম কলেজিয়েট স্কুল এর সহকারী শিক্ষক মাওলানা ইদ্রিস, বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামান সুমন,নুর মোহাম্মদ খান রাসেল প্রমুখ।
পরে ইফতার পূর্বে সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *