তালতলীতে ছাত্রলীগের চার ইউনিয়নের কমিটি গঠন

নাঈম ইসলাম বিশেয প্রতিনিধি।

বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের চার ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ২৬ মার্চ রাতে তালতলী উপজেলা ছাত্রলীগ এই ঘোষণা দেয়। ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে তালতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক এইচএম মিনহাজুল আবেদীন মিঠুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

০১ নং পচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এনামুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসীম হাওলাদার। ০৪ নং শারীকখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক শরীফ হোসেন জো:। ৩ নং কড়াইবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইউনুসুর রহমান রাজিব সাধারণ সম্পাদক মোঃ রায়হান। ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বেল্লাল হোসেন ফারাবি ও মাইমুন ইসলামকে সম্পাদক করে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য ৪ টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *