তানোরে এক যুবককে পিটিয়ে মোবাইল টাকা ছিনতাই

আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে এক যুবককে পিটিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ২৫ মার্চ সোমবার সকালে ইউপির কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজু আহম্মেদ(২৫) বাদি হয়ে ৪ জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। বিবাদীরা হলেন
আঙ্গুরী বিবি (৪০), স্বামী- আব্দুল মান্নান, রাজিয়া বিবি (৪৫), স্বামী আফসার আলী, সাজু ইসলাম (১৬) পিতা-আমিনুল ইসলাম ও বাচ্চু পিতা জুলু সকলের সাং- কামারগাঁ কৃষ্ণপুর।
অভিযোগে প্রকাশ গত ২৫ মার্চ সোমবার রাজু জমিতে হাল চাষ করার উদ্দেশ্যে ১ নম্বর বিবাদীর বাড়ীর সামনে দিয়ে পাওয়ার টিলার নিয়া যাওয়ার সময়, হঠাৎ করে ১ নম্বর বিবাদী হাতে হাঁসুয়া নিয়ে তার রাস্তা গতিরোধ করেন।এ সময় রাজু কারণ জানতে চাইলে
১ নম্বর বিবাদী তার কথায় কর্ণপাত না করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেন। এমনকি ১ নম্বর বিবাদীর নির্দেশে ২ ও ৩ নম্বর বিবাদী তাকে হত্যার উদ্দেশ্যে
লোহার রড় নিয়ে এলোপাথারী মারধর, ও রক্তাক্ত জখম করে এবং ৪ নম্বর বিবাদী তার মোবাইল ফোন ও ফোনের সঙ্গে থাকা নগদ পাঁচ হাজার টাকা ছিনতাই করে নেয়। এ সময় রাজুর মা এগিয়ে আসলে তাকেও ২ নম্বর বিবাদী বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ পাওয়া গেছে, এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *