সদর উপজেলার মানুষের সেবা করতে ভাইস চেয়ারম্যান হতে চান মোতালেব হোসেন

আরিফ রববানী ময়মনসিংহ। ময়মনসিংহে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীদের প্রচার প্রচারণায় ইতিমধ্যে উৎসব মোখর হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা আর আলোচনার সমারোহ। কে হতে পারেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের আগামীদিনের যোগ্যতম জনগণের পছন্দের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান।

এবার নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ ও যুব সমাজকে আপন করে সকল স্তরের মানুষের আস্থার যায়গা সৃষ্টি করতে নিরলস প্রচার প্রচারণায় প্রতিশ্রুতি দিয়ে মাঠে ময়দানে ছুটে চলছে তরুণ প্রজন্মের উদীয়মান যুবলীগ নেতা সাবেক ছাত্রনেতা মোতালেব হোসেন। তিনি একজন তরুণ জনবান্ধব যুবনেতা ও সমাজ সেবক।সদরের মানুষের সেবা করার জন্যই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি

মোতালেব হোসেন বলেন, আমি অতীতে অসহায় মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করেছি যা সম্পর্কে আপনারা অনেকটাই অবগত আছেন বর্তমানে সদরের মানুষের কাছে থেকে আমি মানুষকে সহযোগিতা করতে চাই। কারণ আমি এই এলাকারই সন্তান তাই এই এলাকার মানুষের সুখ দুঃখ নিজের করে ভাগাভাগি করে নিতে চাই,তিনি আরো বলেন বর্তমান সরকারের অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক বরাদ্দ আছে,যার সুষম বন্টনের জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন।

তরুণ এই যুবনেতা তার প্রচার প্রচারণায় মানুষের মাঝে তুলে ধরছেন তার অবস্থান ও আগামীদিনের পরিকল্পনা। তিনি বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে এখন আর আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমার ব্যক্তিগত ভাবে এখন একটাই চাওয়া মানুষের জন্য কিছু করা, মৃত্যুর পরে মানুষের মাঝে কর্মদিয়ে বেঁচে থাকা, সেই চিন্তা চেতনায় মসজিদ, মক্তব,মাদ্রাসা ও সামাজিক সংঘটনের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সময় সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করে আসছি আমি চাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে সেই ক্ষেত্রে জনগণ যদি তাদের ভোটের মাধ্যমে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। আমি তরুণ ছাত্র ও যুব যুবসমাজকে সাথে নিয়ে মাদক মুক্ত আদর্শিক সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিয়ে গরীব অসহায় মানুষের সহায়ক হয়ে নিরলস ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *