পুলিশ কর্তৃক দুই প্রতারক গ্রেফতার

মো; বাবুল হোসেন পঞ্চগড় ঃ
কথিত অলৌকিক ক্ষমতা সম্পন্ন হনুমান পয়সা দিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে আটোয়ারী থানাধীন বারঘাটি তদন্ত কেন্দ্রের আইসি মোঃ মাসুদ রানা সঙ্গীয় অফিসার ফোর্স সহ প্রতারক চক্রের মূলহোতা ১। মোঃ সাইফুল ইসলাম (২২), পিতা-মোঃ করিম উদ্দীন, সাং-দারখোর (ডুংডুংগিহাট), থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড় ও তার সহযোগী ২। মোঃ আবু সাঈদ (৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-মধুপুর, থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেফতার করেন । আসামীদ্বয়ের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এক পৃষ্ঠে EAST INDIA COMPANY TWO ANNA 1818 লেখা ও অপর পৃষ্ঠে হনুমান এর ছবি অঙ্কিত একটি তামার মুদ্রা এবং প্রতারণাপূর্বক গ্রহণকৃত ৬০,০০০/- টাকার মধ্যে নগদ ১৬,০০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন । এই বিষয়ে প্রতারণার শিকার অতুল সরকার বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, আটোয়ারী থানা ০৩/০৯/২০২২ খ্রিস্টাব্দ তারিখ একটি নিয়মিত মামলা রুজু করেন ।আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *